এই অ্যাপের মধ্যে বাসর রাতে কি কি করণীয় তা সুষ্টভাবে তুলে ধরা হয়েছে ঘরে প্রবেশ করে সালাম দিবো; তারপর তার পাশে বসে তার ঘোমটা উঠাবো; আগের থেকে পকেটে বা ঘরের কোথাও কিংবা বাসর ঘরে সাজাতে ব্যবহৃত একটি গোলাপেতার হাতে তুলে দেব; তারপর, তার নাম জিজ্ঞাসা করব (নাম তো অবশ্যই জানা থাকবে, তবুও), তারপর তাকে কী নামে ডাকলে সে খুশি হবে বা প্রিয়জনেরা তাকে কী নামে ডাকে সেটি জানতে চাইব। বাসর রাতে ঘুমোনো উচিত? নাকি জাগ্রত থাকা উচিত? ঘুমোলে সেটা কয়ঘন্টা হওয়া উচিত? এটা নির্ভর করে নব বিবাহিত দম্পতির মানসিকতার উপর। বাসর রাত সম্পর্কে আমাদের সকলেরই ধারনা থাকা উচিত।